ঢাকাTuesday , 28 November 2023

রাজধানীর পল্টনে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ । ২০ জন
link Copied

রাজধানীর পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যাত্রীরা জানান, বাসটি পল্টন আসার পর বেশ কয়েকজন তাড়াহুড়ো করে নেমে যায়। এরপরই বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারীরা আগুন নেভান।
এর আগে দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস ও মতিঝিল এলাকায় অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসআর