ঢাকাTuesday , 10 December 2024
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আগারগাঁয়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ । ১৯০ জন
link Copied

রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায় বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নিভে যায়।

উল্লেখ্য, রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এসআর