ঢাকাFriday , 13 September 2024
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ । ১৮৮ জন
link Copied

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পূর্বঘোষিত অবরোধ শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক বাসে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান মার্কেটের সামনে এবং সায়দাবাদ ফ্লাইওভারের নীচে জনপদ মো‌ড়ে তিন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসআর