ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ । ২২১ জন
link Copied

রাজধানীর শ‌নির আখড়ায় চোরাস্তা ব্রিজের উপর মৌমিতা প‌রিবহ‌নের একটি বা‌সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধা সোয়া ছয় টায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।

জানা গেছে, ব্রিজের উপর বাসে দেয়া আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের দোকান গুলোতেও।

উল্লেখ্য, বিএনপির ঘোষিত সর্বশেষ দুই দিনের অবরোধের দ্বিতীয় দিনের শেষে বাসে আগুন দেওয়া হলো। এর মধ্যেই একদিনের বিরতি দিয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার অবরোধের ডাক দিয়েছে দলটি।

এসআর