রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের এক ইউনিট। পরে আরও এক ইউনিটসহ দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
এসআর