ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৪০ মিনিটে রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ । ১৪৩ জন

বাসে আগুন। ছবি: সংগৃহীত

link Copied

রাজধানীর আরামবাগ, গাবতলী ও গুলিস্তানে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে এবং রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

রাশেদ বিন খালিদ বলেন, শনিবার রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের পাশে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার বলেন, গাবতলীতে বাস স্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাশেদ বিন খালিদ বলেন, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি বলেও জানান তিনি।

এসআর