ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাতারবাড়ী প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ । ৪২ জন

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনরায় জানিয়েছে জাপান।

সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রকল্পে ঋণ স্থগিতের শঙ্কা তৈরি হলেও, বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দিয়েছে টোকিও।

শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মাতারবাড়ী প্রকল্পে জাপানের সহযোগিতা চলমান থাকবে।

মাতারবাড়ী প্রকল্পে অনিয়ম হয়েছে কি না, তা জানার আইনি অধিকার রয়েছে—এমনটাই মনে করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

প্রায় ৫৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে জাইকার ঋণ সহায়তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশে জাপানের ইতিহাসে সর্ববৃহৎ।

এ বিষয়ে ইআরডির অতিরিক্ত সচিব (জাপান শাখা) মো. আবু সাঈদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই জাইকার চিঠির জবাব দেওয়া হবে। তিনি বলেন, “আমরা তথ্য দিয়ে জাইকার উদ্বেগ দূর করার চেষ্টা করব। তবে অর্থায়ন অব্যাহত রাখা হবে কি না, সেটি নির্ভর করবে জাইকার সিদ্ধান্তের ওপর।”

এর আগে, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) একটি চিঠি পাঠায় জাইকা। সেখানে সাতটি প্রশ্নের উত্তর চেয়ে ৪ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে সংস্থাটি। সময়মতো জবাব না পেলে ঋণ স্থগিত হতে পারে বলেও সতর্ক করা হয়।

এসআর