ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য

মতিঝিল এ জিবি কলোনির ভিতর নার্সারি, ছড়াচ্ছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ । ৩০ জন
link Copied

রাজধানীর মতিঝিলের এ জিবি কলোনির হসপিটাল এলাকায় বাচ্চাদের খেলার জায়গায় গড়ে উঠেছে নার্সারি। এতে করে এই এলাকার চারপাশ অগোছালো ও অপরিষ্কার থাকায় উৎপাদিত হচ্ছে ডেঙ্গু মশা। এবং সেখানে নিয়মিত চলে মাদক সেবীদের আড্ডা।

অপর দিকে বাচ্চারা হারিয়েছে তাদের খেলার জায়গা। এমন পরিস্থিতি থেকে সমাধান চান সচেতন অভিভাবকেরা। তাই যথাযথ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহীনির সু-নজর প্রত্যাশা করেছেন ভুক্তভোগীরা।

এনপি