ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভিডিওটি ভূয়া, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন: জব্বার মন্ডল

নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ । ১২০ জন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নাম ব্যবহার করে একটি ভূয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এর প্রতিবাদ জানানো ফেসবুকে ট্রেন্ডে পরিণত হয়।

কিন্তু মো. আব্দুল জব্বার মন্ডল জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। বুধবার (২১ মে) জব্বার মন্ডল তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি Fake News. এই ভিডিও এর সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

ভাইরাল হবিগঞ্জের আওয়ামী নেতা নির্মলেন্দু দাশ ওরফে রানাকে হামলার ঘটনা। জেলা সদরের শংকর বস্ত্রালয় মোড়ের ঘটনা এটি।

এর আগে, মো. আব্দুল জাব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।’

এসআর