ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

বিএসএমএ’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর, সেক্রেটারি সুমন

বাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ । ২১৪ জন

জাহাঙ্গীর আলম ও সুমন চৌধুরী

link Copied

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সিআইপি) এবং সেক্রেটারি পদে ড. সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিএসএমএ’র ১১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএসএমএ’র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ, মো. আবদুস সালাম, মো. আবুল কালাম ও মারুফ মহসিন এবং সাধারণ সম্পাদক পদে আশরাফ সিদ্দিকী, সৌমিত্র মুৎসুদ্দি জয়ী হয়েছেন।

এ ছাড়া ফাইন্যান্স ডাইরেক্টর পদে মো. সাইফুর রহমান খোকন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর পদে শাহরিয়ার জাহান, অর্গানাইজিং ডাইরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম, পাবলিসিটি ডাইরেক্টর পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, মো. শাহজাহান, মো. আতিকুর রহমান ও সায়ান সিরাজ।

উল্লেখ্য, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ এবং ২০২২-২৩ সালের দ্বিবার্ষিক মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন মানোয়ার হোসেন এবং সেক্রেটারি ছিলেন মুহাম্মদ শহিদউল্লাহ।

এসআর