ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ । ১৫৭ জন

ছবি: সংগৃহীত

link Copied

রাজধানীর ফার্মগেট এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, ফার্মভিউ সুপার মার্কেট বা এর আশপাশ থেকে ককটেল ছোড়া হয়েছে। ফার্মগেট থেকে বিজয়স্মরণীর দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের গ্লাসে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে। গ্লাসটি না ভাঙলেও ফেটে গেছে।

বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার (রোব ও সোমবার) অবরোধের আগের দিন শনিবার এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ও সংঘর্ষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

এসআর