ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসায় ভাসছেন বেলিংহাম

admin
অক্টোবর ৩০, ২০২৩ ২:১৬ পূর্বাহ্ণ । ৩৩৭ জন
link Copied

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন আর গোল করবেন না-এমন দিন খুব কমই গেছে জুড বেলিংহামের। সবশেষ গত শনিবার এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে প্রশংসায় ভাসছেন ইংলিশ এই মিডফিল্ডার। এ মৌসুমে সে যেভাবে ছুটছে তাতে সবাইকে অবাক করছে মনে করেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। রিয়ালের জার্সিতে অভিষেকের পর স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বেলিংহাম। যখনই রিয়ালের গোল দরকার, তখনই ত্রাতা হয়ে আসছেন ইংলিশ এই মিডফিল্ডার। গত শনিবারও একই রূপে আবির্ভূত হয়েছেন তিনি। এক গোলে পিছিয়ে থাকা রিয়ালকে ৬৮ মিনিটে সমতায় ফেরান। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে গোল করেন তিনি। এরপর যোগ করা সময়ে এনে দেন জয়সূচক গোল। তাঁর গোলে স্তব্ধ হয়ে যায় বার্সেলোনার সমর্থকরা। এবারের লিগে ১০ ম্যাচে করলেন ১০ গোল। আর সব মিলিয়ে ১৩ ম্যাচে ১৩ গোল। রিয়াল মাদ্রিদে এসে এত দ্রুত নিজেকে মানিয়ে নিয়ে দুর্দান্ত ফর্মে থাকবেন এটা হয়তো কেউ-ই ভাবেনি। কার্লো আনচেলোত্তিও বলছেন বেলিংহাম অবাক করে দিচ্ছে সবাইকে,‘তাঁকে দেখে মনে হয় অভিজ্ঞ খেলোয়াড়। তাঁর প্রথম গোলে ম্যাচের চিত্র পালটে দিয়েছে। আমরা সবাই তার ফর্মে বিস্মিত। এদিন সে অদম্য ছিল এবং তার দুর্দান্ত গোল সবাইকে চমকে দিয়েছে।’ এল ক্লাসিকো রাঙাতে পেরে বেলিংহাম নিজেও খুশি,‘আমার পরিবারের সঙ্গে বাসার সোফায় বসে অনেক এল ক্লাসিকো দেখেছি। এখন আমি সেই দ্বৈরথেই খেলার সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি।’