জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে রাসেল মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার পুড়ারচর এলাকার তারা মিয়ার ছেলে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে ও ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আরমান (১৭) বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অসুস্থ আরমানের পরিবর্তে তার খালাতো ভাই রাসেল পরীক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি জানাজানি হলে কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৪ নম্বর চর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী রাসেল মিয়াকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জেডজেড/এসআর