ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  • অন্যান্য

পিরোজপুরে সাব-রেজিস্টার অফিসে ঘুষ বন্ধের দাবিতে মানববন্ধন

মো. নুর উদ্দিন
মে ২৫, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ । ১৩০ জন

পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসে জমি রেজিস্ট্রেশনের সময় ঘুষ নেওয়ার অভিযোগের প্রতিবাদ এবং দুর্নীতির অবসানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা কৃষক দল।

রোববার (২৫ মে) সকালে শহরের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। কর্মসূচিতে বক্তব্য রাখেন কৃষক দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ এবং সদর উপজেলা কৃষক দলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।

বক্তারা বলেন, জমি রেজিস্ট্রেশনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবায় ঘুষ নেওয়া সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলছে। তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই স্বাভাবিকভাবে সম্পন্ন হয় না।

তারা অবিলম্বে ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং সাধারণ মানুষের হয়রানি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও জানান, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে এবং দাবি আদায়ে প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।