ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে ৩৩৮ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

খেলা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ । ১৬০ জন

পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

link Copied

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে সেমিফাইনালের আশা শেষ পাকিস্তানের। কাগজে-কলমে ক্ষীণ সম্ভাবনা থাকায় ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাটিংইয়ে নেওয়ার দরকার ছিল বাবর আজমদের। তবে এদিন টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন জস বাটলার। ফলে সেমিতে যাবার ক্ষীন আশাটাও মাটিতে যায় ম্যান ইন গ্রিনদের। আগে ব্যাট করতে নেমে বেন স্টোকস, জনি বেয়ারস্টো ও জো রুটের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের সংগ্রহ পায় ইংলিশরা।

টসে জিতে ইংল্যান্ডের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এই দুই জুটিতে দারুণ শুরু এনে দেন ইংলিশদের। তবে ব্যক্তিগত ৩১ রানে মালান ফিরলে ভাঙে দুজনের ৮২ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে নামা জো রুটকে নিয়ে রান এগোতে থাকেন বেয়ারস্টো। দেখে শুনে খেলতে থাকা জনি ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক তুলে নেন।

তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। দলীয় ১০৮ রানে ৫৯ করে হারিস রউফের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। পরে তৃতীয় উইকেটে ব্যাট হাতে নামেন বেন স্টোকস। রুটকে সঙ্গে নিয়ে পাকিস্তান বোলারদের ওপর চড়া হতে থাকেন স্টোকস। তবে দলীয় ২৪০ রানে শতকের কাছ যেয়ে স্টোক আউট হলে ভাঙে ১৩২ রানের এই জুটি। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হবার আগে ৭৬ বলে ৮৪ রান করেন তিনি।

সঙ্গী আউট হলে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি রুটও তার অর্ধশতকের পরে ইনিংসটি থামে ব্যাক্তিগত ৬০ রানে। দ্রুত দুই উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে কিছুটা থিতু হয়ে পরে ইংলিশরা। সেখান থেকে পঞ্চম উইকেটে জস বাটলার ও হ্যারি ব্রুক চড়া হন পাকিস্তান বোলারদের ওপর।

তবে ৩০২ রানে ব্রুক আউট হলে ভাঙে ২৬ বলে ৪৫ রানের এই জুটি। ব্রুক আউট হলে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি ইংলিশ অধিনায়ক বাটলারও। দলীয় ৩০৮ রানে ২৭ করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের সংগ্রহ পায় জস বাটলারে দল। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হারিস রউফ। এছাড়া দুইটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

এসআর