ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাস স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। গত ঈদে নির্বিঘ্নে যাত্রা সম্পন্ন হয়েছিল, এবারও একইভাবে শান্তিপূর্ণ যাত্রা নিশ্চিত করতে চাই। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে।”
তিনি আরও জানান, “গত ঈদে যাত্রার সময় সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হলেও ফেরার পথে কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল। এবার তা যেন না ঘটে, সেজন্য বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সম্মতি দিয়েছেন—আসা ও যাওয়ার উভয় পথেই সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হবে।”
তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি ঈদের মৌসুমে যেসব ড্রাইভার দক্ষ না তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদেরকে বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে সবার ছবি নিতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরেন আমিন বাজারে যাত্রী উঠানো বন্ধ হবে। সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস আছে সাভারেও যাত্রী উঠায়। তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে তাহলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।
এসআর