গভীর নিম্নচাপটি স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করায় পটুয়াখালীতে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল (বৃহস্পতিবার) বিকালে গলাচিপার পানপট্রি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ নতুন করে ভেঙ্গে ৩ গ্রাম, রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে পুরো চালিতাবুনিয়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সীবিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তান্ডবে ধ্বসে পড়েছে। দু’দফা জোয়ারে নদ-নদীর পানি ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়ে জেলার বেড়িবাঁধের বাইরে হাজারো ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি রয়েছে হাজারো পরিবার। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
গভীয় নিম্নচাপের প্রভাবে উকূলীয় এলাকা দিয়ে এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
এমপি/এসআর