ভারত সফরে টানা দুই ওয়ানডেতে হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫০ রান তাড়ায় কিউইরা হারে ১২ রানে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০৮ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ড হারে ৮ উইকেটে।
ভারত সফরে পরপর দুই ম্যাচে হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল নিউজিল্যান্ড। কিউইদের এই সর্বনাশে বড় সুসংবাদ পেল ইংল্যান্ড। ইংলিশরা তাদের রাজত্ব পুনরায় ফিরে পেয়েছে।
ভারত সফরে দ্বিতীয় ওয়ানডের আগে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড, ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে ছিল ইংল্যান্ড। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে ছিল অস্ট্রেলিয়া আর ১১১ পয়েন্ট নিয়ে চারে ভারত।
পরপর দুই ম্যাচে হেরে ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে নেমে গেছে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড আর একধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত।
এসআর