নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইমন এন্টারপ্রাইজ রাইস মিলের মালিক ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনুল হক আসামীদের উপস্থিততে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- মিলন ও সজীব। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- আলম মিয়া, জোবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ ও রহমত। রবিনকে খালাস প্রদান করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাউয়ুম খান জানান, ২০০৯ সালের ২০ আগষ্ট রাইস মিল মালিক ব্যবসায়ী নুরুল হককে মামলায় আসামীদের উপস্থিতিতে আদালত ২ জনের মৃত্যুদন্ড ও ৮জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এসএস/এসআর