হারপিক, ব্রাসো ও লাইজলের মত পণ্যও নকল হচ্ছে এমন তথ্যে ভিত্তিতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারের কিচেন মার্কেটে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ভেজাল ও নকল পণ্য বিক্রয় সংক্রান্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানে কিচেন মার্কেটে অবস্থিত কতিপয় দোকানে নকল হারপিক, নকল গ্লাস ক্লিনার ব্রাসো, নকল ফ্লোর ক্লিনার লাইজল পাওয়া যায়। এধরনের নকল পণ্য বিক্রয়ের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও ১ টি প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
অভিযানের সময় অভিযুক্ত দোকান থেকে বিপুল পরিমাণ নকল হারপিক, ব্রাশো এবং লাইজল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন Reckitt Benckiser Bangladesh PLC এর প্রতিনিধি।
এসআর