খাগড়াছড়ি দীঘিনালায় মাইনীনদীতে লাকড়ি ধরতে নেমে নদীর স্রোতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।
শুক্রবার (৩০মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা তরিৎ চাকমা (৫৫) মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নদীতে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাইনী নদীতে স্রোতে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির তোড়ে পড়ে যান তরিৎ চাকমা। নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে প্রশিক্ষিত ডুবুরি না থাকায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, ‘ঘটনার পর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাদের নির্দেশনায় স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম চলছে।’
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, ‘সকালে প্রশাসনের মাধ্যমে ঘটনাটি জানতে পারি। তবে আমাদের এখানে ও জেলা সদরে কোনো ডুবুরি নেই। ফলে আমরা উদ্ধার কাজে অংশ নিতে পারছি না।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘টানা পাহাড়ি বৃষ্টির কারণে নদীতে স্রোতের তীব্রতা বেশি। এ কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ডুবুরির ব্যবস্থা হলে ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে যুক্ত হবে।’
‘তবে স্থানীয়দের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’
এসআর/এসআর