ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  • অন্যান্য

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

বাংলা ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ । ১৬১ জন

ইরানের রাজধানী তেহরানে পুলিশের সদরদপ্তরে বিমান হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান তেহরানে অবস্থিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর সম্পূর্ণ ধ্বংস করেছে।

তিনি বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আয়াতুল্লাহ সরকারের প্রতীকী ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর হামলা চালাচ্ছি।”

বুধবার দুপুরে পূর্ব তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের কিছুক্ষণ পরই ওই এলাকায় বিমান হামলা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান কখনও আত্মসমর্পণ করবে না।” তিনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায়, তাহলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

এসআর