মুন্সীগঞ্জের সিাজদিখানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় মাওয়ামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসাড়া থানায় রাখা হয়েছে। ধারনা করছি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় মারা গেছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনইউ/এসআর