ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য

ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ১৪২৯

বাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ । ২৫ জন
link Copied

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মারা গেলেন এক হাজার ৫২৮ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩০২ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯১ হাজার আটজন। মারা গেছেন ১ হাজার ৫২৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৮ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এসআর