ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে মৃত্যু ১৩, হাসপাতালে ১৬৩৮

বাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ । ১৪৮ জন
link Copied

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে এক হাজার ৬৩৮ ডেঙ্গু রোগী ভর্তি হন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় মৃত্যু হয়েছে ৬ জনের, আর ঢাকার বাইরে ৭ জন।

এছাড়াও একই সময় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ৮০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৭১৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৯ হাজার ৭৭২ জন। ঢাকায় ৯৮ হাজার ৫৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৭১ হাজার ৭১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ নিয়ে চলতি মৌসুমে দেশে ডেঙ্গুতে এক হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।

এসআর