ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ । ৫২ জন

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি এই নির্বাচনের জন্য এখন থেকেই সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক তারুণ্যের সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী তিনটি সংগঠন— জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল— এই যৌথ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

সমাবেশে তারেক রহমান বলেন, “এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই দেশের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করার। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”

তিনি আরও বলেন, যেকোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।

এসআর