ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না, এটা ভুল ধারণা: মাওলানা আব্দুল হালিম

মো. নুর উদ্দিন
মে ১৬, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ । ৭৬ জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না, এটা তাদের ভুল ধারণা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নাই। এদেশের সবাই নাগরিক। জামায়াতে ইসলামী অন্য কোন ধর্মের উপর জুলুম করে না বরং তারা সংখ্যা লঘুদের নিরাপত্তা দিয়েছে। জামায়াতে ইসলামী সম্প্রতির সমাজ চায়।

‎শুক্রবার (১৬ মে) সকালে শহরের আল্লামা সাইদী ফাউন্ডেশন সভাকক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে যদি নিরাপত্তা দিতে হয় যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হয় আমাদের সকলের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। বিভাজন বিভক্তির রাজনীতি নয়। গত ৫৩ বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ ও তাদের দোসর পর্যায়ের যেসব দল আছে তারা মৌলবাদ, ধর্মান্ধতা জঙ্গি এজাতীয় কিছু তকমা দিয়ে এদেশের ইসলাম প্রিয় জনতা, আলেম ওলামা এবং ইসলামী শক্তিকে রাষ্ট্রের রিরুদ্ধে দাড় করানোর অপচেষ্টা চালিয়েছে। এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়েছে। আর তারাই এখন পালিয়ে রয়েছে।

‎পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।