ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র উন্নয়ন ছাউনি’র উদ্যোগে চিত্রাঙ্গন প্রতিযোগিতা

তৌহিদুল ইসলাম সরকার
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ । ১৭৭ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে ছাত্র উন্নয়ন নিধি (ছাউনি) সংগঠনের উদ্যোগে প্রতিভা অন্বেষণ কর্মসূচি-২০২৩ চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের প্রভাস বিদ্যানিকেতনে এই চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুল হক চিত্রাঙ্কন প্রতিযোগিতার সূচনা করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন ছাত্র উন্নয়ন নিধি (ছাউনি) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া। বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রভাস বিদ্যানিকেতনের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা নিজের পছন্দমত চিত্রাঙ্কন করে প্রতিযোগিতায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাস বিদ্যানিকতনের পরিচালক হুমায়ন কবির মাসুদ,ছাত্র উন্নয়ন নিধি (ছাউনি) সংগঠনের অর্থ সম্পাদক মামুন আহমেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম আশিক, কার্যনির্বাহী সদস্য স্বর্গ আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এনপি