রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার দৌলতদিয়ার পোড়া ভিটা থেকে মোঃ ফিরোজ আহমেদ (রুনু) নামে একজন ইউপি সদস্যকে হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইউপি সদস্য হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালী এলাকার মৃত আবুল কালাম মোল্লার ছেলে। সে রাজবাড়ী সদর থানার খানখানা পুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি দল শুক্রবার (২০ জানুয়ারি) গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকার পশ্চিম পাশে শহীদ মিনারের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ রুনুকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আজ রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই/এসআর