গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর দল। এসময় তিন কারখানা সিলগালাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। একসঙ্গে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ মে) গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিঠু মিয়া (৩৭) ও শাকিল মিয়া (৩২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযানিক দলটি জানায়, গ্রেফতার দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে বিভিন্ন ধরনের শিশুখাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুইটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশুখাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়।
গাইবান্ধা জেলা সহকারী কমিশনার (সাধারণ শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে কারখানার দুই মালিককে চার লাখ টাকা ও এক বছর করে কারাদন্ড এবং আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টিএইচজে/ এসআর