পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহিনীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮মে) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী।
নিহত পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ৮টার দিকে আব্দুর রব আকনের স্ত্রী রোকেয়া নিজ জমিতে চাষের উদ্দেশ্যে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর আঃ হাই এর সাথে কথা বলছিলেন, এসময় প্রতিবেশি জাহাঙ্গীর আকন আতর্কিতভাবে পিছন থেকে লোহার রড দিয়ে রোকেয়া বেগমের মাথায় আঘাত করে এবং লোহার রড দিয়ে নির্মমভাবে পিটাতে থাকে। এতে সে ঘটানাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় রোকেয়া বেগমের কন্যা আফিয়ার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে জাহাঙ্গীর ও আলমগীর, সোবাহানসহ তার সহযোগীরা রেকেয়া বেগমকে ফেলে রেখে চলে যায়।
আহত রোকেয়া বেগমকে তার মেয়ে আফিয়া, ছেলে আবুসালেহ প্রতিবেশিদের সহোযোগিতায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোকেয়া বেগমের সাথে প্রতিবেশী হাবিবুর রহমান আকনের ছেলে জাহাঙ্গীর ওরফে জাকির আকনের সাথে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন, হামলায় রোকেয়া বেগম গুরুত্বর আহত হলে তাঁকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরএইচআর/এসআর