ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  • অন্যান্য

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ । ১২৩ জন

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় প্রাণ হারিয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। ২০২১ সালের আগস্ট মাসে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় করোনায়।

এসআর