ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  • অন্যান্য

করিমগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

বাংলা ডেস্ক
মে ১৩, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ । ৭৬ জন

মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, পণ্য দোকানে সংরক্ষণ করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (কিশোরগঞ্জ) সহকারী পরিচালক মো:শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার এলাকায় জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জুনায়েদ মেডিসিন কর্ণারকে ৮ হাজার টাকা, খান মেডিকেল হলকে ৩ হাজার টাকা এবং একটি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

ডিএইচ/এসআর