রাজধানীতে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টা ২৭মিনিটে যাত্রাবাড়ী মোড়ে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে মতিঝিল, গাবতলী ও গুলিস্তানে ৪০ মিনিটের ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিন রাত ৮টা ২০মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার (রোব ও সোমবার) অবরোধের আগের দিন শনিবার রাতে এসব ঘটনা ঘটল। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ও সংঘর্ষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
এসআর