ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ । ৪৫ জন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বুধবার (২৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেনের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এসআর