নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার শুনানী শেষে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানী শেষে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আঃ কাইউম খান জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ মোঃ তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর ২০২৪ নাদিম হত্যার চেষ্টা এ তিনটি মামলায় আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানী হয়। আদালত দুইপক্ষের শুনানী শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
এ বিষয়ে আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজারে আইভীর সম্পৃক্তততার কোন উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা বা তার নেই। তিনটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক পসিকিউটরল এ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানিয়েছেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামী। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায়ব দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসএস/এসআর